সাভার প্রতিনিধিঃ সাভারে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মৌলবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সাভার থানা যুব মহিলালীগের নেত্রী-বৃন্দরা।
৩রা ডিসেম্বর (বৃহস্পতিবার) বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয়ে সাভারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাভার উপজেলা পরিষদের সামনে এসে মিছিলটি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সাভার থানা যুব মহিলালীগের সভাপতি কনকচাঁপা কণা, সাধারণ সম্পাদক লিজা আক্তার, সহ-সভাপতি রোজিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক হোসনে-আরা ও কাউন্দিয়া ইউনিয়ন যুব মহিলালীগের সভাপতি সহ সাভার থানা যুব মহিলালীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এসময় সাভার থানা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক লিজা আক্তার বলেন, “শেখ হাসিনার বাংলায় সকল প্রকার সন্ত্রাস, জঙ্গীবাদ ও মৌলবাদী এবং পাকিস্তানের প্রেতাত্মাদের কঠোর হাতে দমন করতে সাভার থানা যুব মহিলালীগ সর্বদা প্রস্তুত।